
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ জুন ২০২৫ | 73 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ব্যাংকের দেওয়া তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৬ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ৮০ পয়সা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৫ পয়সা।
ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.