শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁঞ্জিভুত লোকসানে জর্জরিত ২৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | 18087 বার পঠিত | প্রিন্ট

পুঁঞ্জিভুত লোকসানে জর্জরিত ২৯ কোম্পানি

সাড়ে ৭ হাজার কোটি টাকার পুঁঞ্জিভুত লোকসানে জর্জরিত পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯ কোম্পানি। এগুলে হলো- ইন্টার ন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক, বিআইএফসি, শ্যামপুর সুগার, আরএন স্পিনিং, জিলবাংলা, ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, মেঘনা কনডেন্সড মিল্ক, ইউনিয়ন ক্যাপিটাল, কেয়া কসমেটিকস, আরমিট সিমেন্ট, সেন্ট্রাল ফার্মা, দুলামিয়া কটন, উসমানিয়া গ্লাস, প্রাইম ফাইন্যান্স, জুট স্পিনার্স, আজিজ পাইপস, ফার্স্ট ফাইন্যান্স, মেঘনা পিইটি, জাহিন স্পিনিং, জেমিনি সি ফুড, আলহাজ টেক্সটাইল, ইমাম বাটন, রেনউইক যজ্ঞেশ্বর, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি অটোকার্স, রহিমা ফুড এবং সাভার রিফ্র্যাক্টরিজ। বর্তমানে এসব কোম্পানির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৭ হাজার ৫৬১ কোটি ৫০ লাখ টাকা। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান ইন্টার ন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের। বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ২ হাজার ৭৪২ কোটি ৩৩ লাখ টাকা টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

আইসিবি ইসলামিক ব্যাংকের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ এক হাজার ৮৩০ কোটি ৬৩ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

বিআইএফসি’র পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৭৬৯ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা।

শ্যামপুর সুগারের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা।

আরএন স্পিনিংয়ের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪৩৯ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

জিলবাংলার পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪২৬ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা।

ফাস ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১২০ কোটি ২৮ লাখ টাকা। এছাড়া, কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা।

ফারইস্ট ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১১৭ কোটি ৩৮ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা।

মেঘনা কনডেন্সড মিল্কের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১১১ কোটি ২৭ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা।

ইউনিয়ন ক্যাপিটালের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১০১ কোটি ৪২ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা।

কেয়া কসমেটিকসের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৮৫ কোটি ১৯ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন এক হাজার ১০২ কোটি ৩২ লাখ টাকা।

আরামিট সিমেন্টের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৬২ কোটি ৫৫ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৮৮ লাখ টাকা।

সেন্ট্রাল ফার্মার পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪০ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা।

দুলামিয়া কটনের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৩৪ কোটি ৯৫ লাখ টাকা। এছাড়া, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা।

উসমানিয়া গ্লাসের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৩২ কোটি এক লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা।

প্রাইম ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ২৮ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৭২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা।

জুট স্পিনার্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ২৬ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন এক কোটি ৭০ লাখ টাকা।

আজিজ পাইপসের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ২৩ কোটি ৬২ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকা।

ফার্স্ট ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১৯ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা।

মেঘনা পিইটি পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১৭ কোটি ৬ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২ কোটি ২ টাকা।

জাহিন স্পিনিংয়ের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১৩ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।

জেমিনি সি ফুডসের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

আলহাজ টেক্সটাইলের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৩ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।

ইমাম বাটনের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৩ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭ কোটি ৭০ লাখ টাকা।

রেনউইক যজ্ঞেশ্বরের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ এক কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিকের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ এক কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা।

বিডি অটোকার্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ এক কোটি ৩৯ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা।

রহিমা ফুডের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৮৫ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা।

সাভার রিফ্র্যাক্টরিজের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৫২ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন এক কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]