শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহের শুরুতে কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | 366 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের শুরুতে কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে সূচক ও লেনদেন। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরে শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ১৯১.৮০ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৬৬.৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৬৫৫.৮১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৬টি, কমেছে ২৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

ডিএসইতে আজ ৪৯ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯০৩টি শেয়ার ৩ লাখ ৯ হাজার ৭৮৩বার হাতবদল হয়, যার বাজারমুল্য ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা ৮০ পয়সা। যা আগের কার্যদিবসের তুলনায় ১৩৭ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা কম।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭৭.৩৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ২১৪টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com