শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল জিপিএইচ ইস্পাতের, বিএসইসির মতে তথ্য ছিল অপর্যাপ্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | 218 বার পঠিত | প্রিন্ট

রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল জিপিএইচ ইস্পাতের, বিএসইসির মতে তথ্য ছিল অপর্যাপ্ত

দেশের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড শেয়ারবাজার থেকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের যে পরিকল্পনা নিয়েছিল, সেটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পায়নি।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইট শেয়ার ইস্যুর জন্য জমা দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করে যথেষ্ট তথ্য ও উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায়নি, ফলে সেটিকে গ্রহণযোগ্য মনে করা হয়নি। তাই কমিশন আবেদনটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয়।

জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ ১:৩ অনুপাতে মোট ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাব দিয়েছিল। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ টাকা (যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা প্রিমিয়াম)। প্রস্তাবটি অনুমোদন পেলে কোম্পানিটি মোট ২৪১ কোটি ৯৪ লাখ টাকার বেশি মূলধন সংগ্রহ করতে পারত।

বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, প্রস্তাবটি স্পষ্টভাবে তৈরি না হওয়ায় এবং তথ্যের ঘাটতির কারণে বিএসইসির এই সিদ্ধান্ত যৌক্তিক। তারা বলছেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশনের এমন পদক্ষেপ শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে সাহায্য করবে।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com