শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ার ইস্যুতে নতুন নিয়ম কার্যকর করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | 134 বার পঠিত | প্রিন্ট

শেয়ার ইস্যুতে নতুন নিয়ম কার্যকর করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে শেয়ার ইস্যু সংক্রান্ত নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ নামে প্রণীত এই বিধিমালার মাধ্যমে শেয়ার ইস্যুর নিয়মে পরিবর্তন এনে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএসইসি’র সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশের তারিখ থেকেই নতুন এই বিধিমালাটি কার্যকর হিসেবে বিবেচিত হবে।

নতুন বিধিমালার বিস্তারিত তথ্য বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বিএসইসি’র অফিসিয়াল ওয়েবসাইট (www.sec.gov.bd)-এ
‘Securities Laws’ মেনুর অধীনে থাকা ‘Securities Laws, Rules, Regulations’ সাব-মেনু থেকে দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

কমিশনের আশা, এই নতুন বিধিমালার মাধ্যমে শেয়ারবাজারে শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং পাবলিক অফারের মাধ্যমে মূলধন সংগ্রহের প্রক্রিয়া আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে।

Facebook Comments Box

Posted ৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com