নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | 47 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ৩৮৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৪৩টির শেয়ার দর বেড়েছে। তবে বাজারে অস্বাভাবিক পরিস্থিতির কারণে তিনটি কোম্পানির শেয়ার বিক্রেতার অভাবে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো—প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং এপোলো ইস্পাত। এসব শেয়ারের ক্ষেত্রে বাজারে ক্রেতা থাকলেও পর্যাপ্ত বিক্রেতা না থাকায় সাময়িকভাবে লেনদেন বন্ধ রাখা হয়।
হল্টেড শেয়ারগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পায় প্রাইম ফাইন্যান্সে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ টাকা ৩০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। দিনশেষে প্রাইম ফাইন্যান্সের শেয়ারে মোট ১৯ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটাল–এর। কোম্পানিটির শেয়ার দর এদিন ২০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সায়। লেনদেনের সময় দর ৩ টাকা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৩০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। দিনশেষে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারে ২১ লাখ ৬২ হাজার টাকা লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এপোলো ইস্পাত। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ টাকায়। দিনশেষে শেয়ারটিতে মোট ৪ লাখ ৫১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়।
Posted ৮:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.