| রবিবার, ২০ জুন ২০২১ | 361 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজার২৪ ডেস্ক : এক হাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ব্যাংকটি। আর বাকী ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।
এর আগে গত ২৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দেয়। শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে আগামী ২৬ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২০ জুন ২০২১
sharebazar24 |
.
.