বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিভিডেন্ড ও ইপিএস অনুমোদনে বোর্ড সভার তারিখ প্রকাশ করল ২২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | 312 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ও ইপিএস অনুমোদনে বোর্ড সভার তারিখ প্রকাশ করল ২২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২২টি কোম্পানি তাদের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। সভাগুলোতে সিঙ্গার বিডি ছাড়া অন্যান্য কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত ইপিএস প্রকাশ করবে।

অন্যদিকে, Singer Bangladesh একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) Dhaka Stock Exchange–এর মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।

বোর্ড সভা আহ্বান করা কোম্পানিগুলো হলো— এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন, ড্রাগন সোয়েটার, ইন্ট্রাকো রিফুয়েলিং, মতিন স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, শ্যামপুর সুগার, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল পলিমার, ডরিন পাওয়ার, রেনউইক যজ্ঞেশ্বর, ডেল্টা স্পিনার্স, ইবনে সিনা, ন্যাশনাল টিউবস, সিভিও পেট্রোকেমিক্যাল, লুবরেফ বাংলাদেশ, ইস্টার্ন ক্যাবলস, মেঘনা পেট্রোলিয়াম, ঝিলবাংলা সুগার, সিঙ্গার বিডি, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং নাহি অ্যালুমিনিয়াম।

বোর্ড সভার তারিখ ও সময়সূচি

২৪ জানুয়ারি ২০২৬ (শুক্রবার):

ইস্টার্ন ক্যাবলস — সকাল ১০টা

২৬ জানুয়ারি ২০২৬ (রোববার):

ইবনে সিনা — দুপুর ২টা ৪৫ মিনিট

ডেল্টা স্পিনার্স — বিকেল ৩টা

ন্যাশনাল টিউবস — বিকেল ৩টা

সিভিও পেট্রোকেমিক্যাল — বিকেল ৩টা ৩০ মিনিট

ন্যাশনাল পলিমার — বিকেল ৫টা

২৭ জানুয়ারি ২০২৬ (সোমবার):

শ্যামপুর সুগার — দুপুর ২টা ৪০ মিনিট

মেঘনা পেট্রোলিয়াম — সন্ধ্যা ৬টা

শমরিতা হাসপাতাল — সন্ধ্যা ৭টা

২৮ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার):

রেনউইক যজ্ঞেশ্বর — দুপুর ২টা ৪০ মিনিট

মোজাফফর হোসেন স্পিনিং — বিকেল ৩টা

ড্রাগন সোয়েটার — বিকেল ৩টা

নাহি অ্যালুমিনিয়াম — বিকেল ৩টা

ডরিন পাওয়ার — বিকেল ৩টা ৩০ মিনিট

ইন্ট্রাকো রিফুয়েলিং — বিকেল ৩টা ৩০ মিনিট

ঝিলবাংলা সুগার — বিকেল ৩টা ৪০ মিনিট

লুবরেফ বাংলাদেশ — বিকেল ৪টা ৪৫ মিনিট

২৯ জানুয়ারি ২০২৬ (বুধবার):

এসিআই ফরমুলেশন — দুপুর ২টা ৪৫ মিনিট

শেফার্ড ইন্ডাস্ট্রিজ — বিকেল ৩টা

সিঙ্গার বিডি — বিকেল ৩টা ৩০ মিনিট

এসিআই লিমিটেড — বিকেল ৪টা

মতিন স্পিনিং — বিকেল ৪টা ৩০ মিনিট

Facebook Comments Box

Posted ৮:০২ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com