বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এনবিএফআই অবসায়ন নয়, শেয়ারহোল্ডার সুরক্ষার দাবি বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

এনবিএফআই অবসায়ন নয়, শেয়ারহোল্ডার সুরক্ষার দাবি বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধ করার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সংগঠনটি সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে অবসায়ন প্রক্রিয়া বন্ধের পাশাপাশি সদ্য একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ ও অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

সোমবার দুপুর ১২টার দিকে পরিষদের সভাপতি কাজী মো. নজরুল এবং সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক স্বাক্ষরিত স্মারকলিপিটি বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন করে ‘সম্মিলিত ব্যাংক’ গঠন করেছে, সেই সব ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের ফেস ভ্যালু অনুযায়ী প্রতি শেয়ারের বিপরীতে ১০ টাকা করে অর্থ পরিশোধ করতে হবে। বিকল্প হিসেবে নতুন গঠিত সম্মিলিত ব্যাংকে সমপরিমাণ শেয়ার বর্তমান শেয়ারহোল্ডারদের অনুকূলে বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়।

এর আগে সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে সাধারণ বিনিয়োগকারীরা একটি বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো অবসায়নের পথে গেলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত পুঁজি হারাবেন। তারা প্রশ্ন তোলেন—নিয়ন্ত্রক সংস্থার ভুল নীতি কিংবা অব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীরা কেন বহন করবেন।

মানববন্ধনে পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি বক্তব্য দেন সহ-সভাপতি সরফরাজ হোসেন, আজাদ আহসান বাচ্চু, সিনিয়র সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান। বক্তারা বলেন, ইতোমধ্যে আস্থাহীনতার সংকটে থাকা শেয়ারবাজারে এ ধরনের সিদ্ধান্ত আরও নেতিবাচক প্রভাব ফেলবে।

তারা বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

পরিষদের নেতারা জানান, শুধু স্মারকলিপি দিয়েই তারা থেমে থাকবেন না। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসা থেকে রক্ষা করাই এই আন্দোলনের মূল লক্ষ্য বলে জানান তারা।

Facebook Comments Box

Posted ১১:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com