বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজার উন্নয়নে সিডিবিএলের নেতৃত্বমূলক ভূমিকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার উন্নয়নে সিডিবিএলের নেতৃত্বমূলক ভূমিকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার, কাঠামোগত আধুনিকায়ন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আরও সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের কমিশন সভাকক্ষে বিএসইসি ও সিডিবিএলের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সিডিবিএলের পক্ষে সভায় নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তপন চৌধুরী।

সভায় শেয়ারবাজারের অটোমেশন কার্যক্রম, কাঠামোগত আধুনিকায়ন, গ্রাহক পরিচিতি যাচাই ব্যবস্থা উন্নয়ন, বাজার নজরদারি ব্যবস্থাকে যুগোপযোগী করা, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং সার্বিকভাবে পুঁজিবাজার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারে ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, নতুন আইপিও বিধিমালার মাধ্যমে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন পদ্ধতিতে শেয়ারের ন্যায্য মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে। পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিডিবিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রাহক পরিচিতি যাচাই ব্যবস্থা উন্নয়ন ও বাজার নজরদারি ব্যবস্থার আধুনিকায়নসহ পুঁজিবাজারের অগ্রগতিতে সিডিবিএলকে নেতৃত্বমূলক ভূমিকায় দেখতে চায় কমিশন।

তিনি আরও বলেন, পুঁজিবাজার উন্নয়নের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সিডিবিএলকে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে সিডিবিএলকে সংরক্ষণকারী প্রতিষ্ঠানের মতো নতুন দায়িত্বেও দেখতে চায় বিএসইসি।

অন্যদিকে সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। তিনি জানান, দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় বিএসইসি কমিশনার মোহাম্মদ মোহসিন চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, ফারজানা লালারুখ ও মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মোতালেব, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলামসহ বিএসইসি ও সিডিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেন।

Facebook Comments Box

Posted ৮:২২ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com