নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ | 33 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা। অর্থাৎ বছরওয়ারি তুলনায় ইপিএস-এ উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
এ ছাড়া আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি কার্যকর নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে ক্যাশ ফ্লো ছিল ৪৪ পয়সা, যা থেকে বোঝা যায়—এ বছর ক্যাশ ফ্লোতেও বড় ধরনের সংকোচন হয়েছে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ফু-ওয়াং সিরামিকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৩ পয়সা।
Posted ৯:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.