নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | 7402 বার পঠিত | প্রিন্ট
জুন মাসেই শেষ হয়েছে ব্যাংক, বীমা এবং আর্থিক খাত ছাড়া বাকি খাতের কোম্পানিগুলোর আর্থিক বছর। ইতিমধ্যে কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন‘২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যার মধ্যে ৪৬ টি কোম্পানি মুনাফা দেখাতে ব্যর্থ হয়েছে। কোম্পানিগুলো হলো- রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন ক্যাবল, আরএসআরএম স্টিল, এটলাস বাংলাদেশ, আজিজ পাইপস, ন্যাশনাল টিউবস, বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস), অলিম্পিকি এক্সেসরিজ, ন্যাশনাল টি কোম্পানি, শ্যামপুর সুগার, জিলবাংলা, মেঘনা কনডেন্সড মিল্ক, গোল্ডেন হার্ভেস্ট ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, মেঘনা পেট, ফাইন ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল, জুট স্পিনার্স, উসমানীয়া গ্লাস, জিকিউ বলপেন, সাভার রিফ্র্যাক্টরিজ, খান ব্রাদার্স, হাক্কানি পাল্প, খুলনা প্রিন্টিং, লিবরা ইনফিউশন, বেক্সিমকো সিনথেটিকস, ইমাম বাটন, সেন্ট্রাল ফার্মা, ফারকেমিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং, জাহিন টেক্সটাইল, মিথুন নিটিং, রিজেন্ট টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, নূরানী ডাইং, তাল্লু স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, রিংশাইন, দুলামিয়া কটন এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২১) এসব কোম্পানি লোকসানে থাকায় ডিভিডেন্ড নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে (এপ্রিল-জুন‘২১) তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি লোকসান দেখিয়েছে ন্যাশনাল টি কোম্পানি। তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ৩৪ টাকা ৩২ পয়সা। এরপর বেশি লোকসান দেখিয়েছে শ্যামপুর সুগার। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ টাকা ৪৮ পয়সা। লোকসানের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে লিবরা ইনফিউশন। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে ১১ টাকা ৩৮ পয়সা। এরপর রয়েছে জিলবাংলা সুগার। কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে লোকসান করেছে ১০ টাকা ২৭ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২১) রেনউইক যজ্ঞেশ্বর ৬ টাকা ৮১ পয়সা, ইস্টার্ন কেবলস এক টাকা ২২ পয়সা, আরএসআরএম স্টিল ৭৫ পয়সা, এটলাস বাংলাদেশ ৬৪ পয়সা, আজিজ পাইপস ৩৭ পয়সা, ন্যাশনাল টিউবস ১৯ টাকা, বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস) ১২ পয়সা, অলিম্পিক এক্সেসরিজ, ১২ পয়সা, মেঘনা কনডেন্সড মিল্ক এক টাকা ২৯ পয়সা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ২২ পয়সা, বিচ হ্যাচারি ৭ পয়সা, মেঘনা পেট ৬ পয়সা, ফাইন ফুডস এক পয়সা, উসমানিয়া গ্লাস ৪ টাকা ৭৫ পয়সা, জিকিউ বলপেন ২ টাকা ৫১ পয়সা, সাভার রিফ্র্যাক্টরিজ ২৫ পয়সা, খান ব্রাদার্স ৩ পয়সা, হাক্কানি পাল্প ৪৩ পয়সা, খুলনা প্রিন্টিং ৪ পয়সা, বেক্সিমকো সিনথেটিকস ৬৫ পয়সা, ইমাম বাটন ২৩ পয়সা, সেন্ট্রাল ফার্মা এক পয়সা, ফার কেমিক্যাল ২ পয়সা, লিগ্যাসি ফুটওয়্যার ৬৩ পয়সা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এক টাকা ৮৩ পয়সা, জাহিন স্পিনিং এক টাকা ৩৯ পয়সা, জাহিন টেক্সটাইল এক টাকা ২২ পয়সা, মিথুন নিটিং ৪৯ পয়সা, রিজেন্ট টেক্সটাইল ৪৬ পয়সা, সোনারগাঁও টেক্সটাইল ৪১ পয়সা, প্রাইম টেক্সটাইল ৩৯ পয়সা, হামিদ ফেব্রিক্স ৩৪ পয়সা, নূরানী ডাইং ২৮ পয়সা, তাল্লু স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২১ পয়সা, রিংশাইন টেক্সটাইল ১৯ পয়সা, দুলামিয়া কটন ১৩ পয়সা, আরএন স্পিনিং ৪ পয়সা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ১১ পয়সা লোকসান দেখিয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.