নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | 350 বার পঠিত | প্রিন্ট
বিনিয়োগকারীদের মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিয়ে সংশয় বাড়ছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিটি ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে একের পর এক জটিলতার মধ্যে পড়ছে।
উচ্চ আদালতের নির্দেশনা এবং আইডিআরএ ও ডেল্টা লাইফের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে পুনর্গঠিত হয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
পরবর্তীতে কোম্পানিটি জটিলতার বৃত্ত থেকে বেরিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল।
কিন্তু ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে দুই দফা বোর্ড সভা স্থগিত হওয়ায় আবারো বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিয়ে সংশয় বাড়ছে।
সর্বশেষ ০৩ আগস্ট বৃহস্পতিবার ডেল্টা লাইফের ২০১৯, ২০২০ ও ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিন্তু বৃহস্পতিবার সকালেই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি বোর্ডদ সভা স্থগিত করার কথা জানায়।
এর পরিপ্রেক্ষিতে ডিএসইর পক্ষ থেকে বোর্ড সভা স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা তা জানতে চাওয়া হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ডেল্টা লাইফের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
এরই মধ্যে কোম্পানিটির একজন স্বতন্ত্র পরিচালক ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
তার স্থলে উচ্চ আদালতের অনুমোদনক্রমে নতুন করে খন্দকার সাবির মোহাম্মদ কবিরকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়।
তিনি একই সঙ্গে কোম্পানিটির অডিট কমিটিরও চেয়ারম্যান।
জানা যায়, বৃহস্পতিবার পর্ষদ সভার আগে অডিট কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু অডিট কমিটির চেয়ারম্যান উপস্থিত না থাকায় এই সভা অনুষ্ঠিত হয়নি। এই কারণে বোর্ড সভাও করা সম্ভব হয়নি।
এই বছরের ৫ অক্টোবরের মধ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সময়সীমা নির্ধারিত রয়েছে।
এদিকে বৃহস্পতিবারের বোর্ড সভা স্থগিতের খবরে শেয়ারবাজারে ডেল্টা লাইফের শেয়ারে দরপতন হয়েছে।
এদিন কোম্পানিটির শেয়ার ৬.৪২ শতাংশ কমে ১৪৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। দিনের দরপতনের তালিকায় শীর্ষে ছিল কোম্পানিটি।
এদিন ডিএসইতে কোম্পানিটির ১৪ লাখ ২৪ হাজার ৭৯২টি শেয়ার ২১ কোটি ৭ লাখ ৬৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের প্রত্যাশা ছিল আদালতের নির্দেশনা অনুসারে ডেল্টা লাইফ বিগত বছরগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ ও স্থগিত থাকা এজিএম সম্পন্ন করবে।
এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির আর্থিক অবস্থা সম্পর্কে জানার পাশাপাশি ডিভিডেন্ড পেতেন।
তবে বোর্ড সভা স্থগিত হয়ে যাওয়ার কারণে কোম্পানিটির শেয়ার দরে যে বিরূপ প্রভাব পড়েছে, সেক্ষেত্রে কোম্পানিটির বোর্ড সদস্যদের কোনো ধরনের গাফিলতি রয়েছে কিনা সেটি পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ারবাজার২৪
Posted ৩:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.