
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | 58 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ০১ জুন পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স। রেকর্ড ডেটের কারণে আগামী ০২ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৪ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪ টাকা ৭৩ পয়সা। আগামী ২৪ জুন সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
Posted ১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.