
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ মে ২০২৫ | 79 বার পঠিত | প্রিন্ট
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও আগামী ২৬ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, ডিবিএইচ ফাইন্যান্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ মে এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিবিএইচ ফাইন্যান্স: কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ৫ টাকা ৭ পয়সা এবং এনএভিপিএস ৪৭ টাকা ২৫ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে ১৯ জুন, ডিজিটাল পদ্ধতিতে; রেকর্ড ডেট ২৭ মে।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৪ পয়সা। কোম্পানিটি আগামী ২৬ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৩ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটি আগামী ১৪ জুলাই, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
Posted ৫:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.