নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ মার্চ ২০২৫ | 90 বার পঠিত | প্রিন্ট
আজ ৩ মার্চ’২৫ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার পর সুচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০.৬৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬২.৪২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৮.৫১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৪ কোটি ৭ লাখ ২৪ হাজার ২৬৯ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ৫৯৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ২৩৬.৮৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৬৬.৫৫ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৯০৩.৬৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৪ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৬.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৫ কোটি ৫৯ লাখ ১৩ হাজার ২৫৯ টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪০ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২২.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৪.৬১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৮৪ টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৩:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.