
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ জুন ২০২৫ | 51 বার পঠিত | প্রিন্ট
দেশে বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্সে ধারাবাহিক ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। হুন্ডির ব্যবহার ও অর্থপাচার হ্রাস পাওয়ায় প্রবাসীরা এখন আরও বেশি হারে বৈধ চ্যানেলে অর্থ পাঠাচ্ছেন। এর প্রভাবে দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহ একের পর এক রেকর্ড গড়ছে। সদ্য বিদায়ী মে মাসে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার বা ২.৯৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স আয়।
রেমিট্যান্সে একের পর এক রেকর্ড
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। প্রতিদিন গড়ে ৯ কোটি ৫৮ লাখ ডলার বা ১ হাজার ১৬৯ কোটি টাকা এসেছে। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল এপ্রিল মাসে (২৭৫ কোটি ডলার)। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩.২৯ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহ বাড়ার পেছনে কারণ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “বর্তমানে হুন্ডি চক্রের দৌরাত্ম্য কমেছে এবং অর্থপাচার কার্যত বন্ধ। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো এখন আরও নিরাপদ ও লাভজনক হওয়ায় প্রবাসীরা বৈধ পথকে বেছে নিচ্ছেন।”
চলতি অর্থবছরের সামগ্রিক চিত্র
২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত (প্রথম ১১ মাসে) মোট ২৭৫০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬১৩ কোটি ৩০ লাখ ডলার বেশি। ২০২২-২৩ অর্থবছরের এই সময়ের রেমিট্যান্স ছিল ২১৩৭ কোটি ৪০ লাখ ডলার।
মে মাসে কোন ব্যাংকের মাধ্যমে কত রেমিট্যান্স এসেছে:
রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ৬৬ কোটি ৫৩ লাখ ডলার
বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংকসহ): প্রায় ২০ কোটি ৫০ লাখ ডলার
বেসরকারি ব্যাংক: ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার
বিদেশি ব্যাংক: ৪১ লাখ ৩০ হাজার ডলার
মাস | রেমিট্যান্স (মার্কিন ডলার) |
জুলাই | ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার |
আগস্ট | ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার |
সেপ্টেম্বর | ২৪০ কোটি ৪১ লাখ |
অক্টোবর | ২৩৯ কোটি ৫০ লাখ |
নভেম্বর | ২২০ কোটি |
ডিসেম্বর | ২৬৪ কোটি |
জানুয়ারি | ২১৯ কোটি |
ফেব্রুয়ারি | ২৫৩ কোটি |
মার্চ | ৩২৯ কোটি |
এপ্রিল | ২৭৫ কোটি |
মে | ২৯৭ কোটি |
বাজার বিশ্লেষকদের মত
বিশেষজ্ঞদের মতে, সরকারের অন্তর্বর্তীকালীন নীতিমালা এবং কঠোর নজরদারির ফলে প্রবাসীরা আবারো ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা ফিরিয়ে নিচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
Posted ১২:১০ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.