
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ জুন ২০২৫ | 96 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০২৩ অর্থবছরের দ্বিতীয় (এপ্রিল-জুন) ও তৃতীয় (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, এই দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে, যা প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৩):
শেয়ারপ্রতি লোকসান (EPS): ১ টাকা ৮ পয়সা
পূর্ববর্তী বছর একই প্রান্তিকে লোকসান ছিল: ৭৭ পয়সা
তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৩):
শেয়ারপ্রতি লোকসান (EPS): ১ টাকা ৬৯ পয়সা
পূর্ববর্তী বছর একই প্রান্তিকে লোকসান ছিল: ১ টাকা ২৫ পয়সা
শেয়ারপ্রতি সম্পদ মূল্য (NAVPS):
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৫ টাকা ৩১ পয়সা।
প্রতিবেদনের তথ্যমতে, ধারাবাহিক লোকসান কোম্পানিটির আয় কমে যাওয়া ও ব্যয়ের চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কোম্পানির জন্য কাঠামোগত সংস্কার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের অভিমত।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.