নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | 182 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের অন্যতম প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, চলতি প্রান্তিকে ব্যাংকটির আয়ের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যদিও চ্যালেঞ্জের মধ্যেও এর আর্থিক অবস্থান তুলনামূলকভাবে ইতিবাচক রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে মাত্র ২৪ পয়সায়, যেখানে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় ব্যাংকটির প্রান্তিক আয় প্রায় আট ভাগের এক ভাগে নেমে এসেছে।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) ব্যাংকটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৪২ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ২২ পয়সা। বিশ্লেষকদের মতে, এই বড় ধরনের পতন ইসলামী ব্যাংকের মুনাফা সক্ষমতায় চাপের ইঙ্গিত দিচ্ছে।
শুধু আয় নয়, নগদ প্রবাহেও বড় ধাক্কা খেয়েছে ব্যাংকটি। বছরের প্রথম দুই প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (CFPS) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৮ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৫৪ টাকা ৭৯ পয়সা। বাজার বিশ্লেষকরা মনে করছেন, ক্যাশ ফ্লোতে এই ধস ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ তৈরি করতে পারে।
তবে আশার খবর হলো, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও আয় কমে যাওয়ার পরও ইসলামী ব্যাংকের সম্পদমূল্য এখনও শক্তিশালী। চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৯ পয়সায়।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.