নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্ব, যোগ্যতা ও ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত নেতৃত্ব।
বুধবার (২১ জানুয়ারি) একটি সৌজন্য সাক্ষাৎকারে ডিআরইউর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা শেয়ারবাজারে বর্তমান নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা ও অদূরদর্শী নীতির বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
সাংবাদিক নেতারা তারেক রহমানকে জানান, বিএসইসি চেয়ারম্যানের নেতৃত্বে ছোট ছোট শেয়ারবাজার প্রতিষ্ঠান প্রায় বিলুপ্তির পথে এবং বড় প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বও সংকটে। তারা অভিযোগ করেন, যেসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা পাঁচ কোটি টাকার কম, সেগুলোর ওপর ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আরোপ করে কমিশন অস现实িক সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, রাশেদ মাকসুদ একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে পুরো শেয়ারবাজার ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।
সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, শেয়ারবাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির কার্যকর কোনো যোগাযোগ নেই। শেয়ারবাজারের মাধ্যমে শিল্পায়নে অর্থায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্য বর্তমান কমিশনের সিদ্ধান্তে বাধাগ্রস্ত হয়েছে। গত দুই বছরে একটি আইপিওও অনুমোদন না পাওয়ায় বাজার গুরুতর স্থবিরতায় পড়েছে বলে তারা উল্লেখ করেন।
সাক্ষাৎকালে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলী এবং বিএনপি নেতা আতিকুর রহমান রুমনও অনুষ্ঠানে ছিলেন। সাক্ষাৎ শেষে ডিআরইউর পক্ষ থেকে সংগঠনের শুভেচ্ছা স্মারক ও প্রকাশনা তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.