
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ মে ২০২৫ | 88 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির সিদ্ধান্তে হতাশ হয়েছে বিনিয়োগকারীদেররা। কোম্পানিগুলে হলো- এনআরবি ব্যাংক, রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। বিদায়ী সপ্তাহে (২৪-২৯ মে) এসব কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এনআরবি ব্যাংক : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৫ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ সেপ্টেম্বর আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই।
রূপালী ব্যাংক : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৮ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৮ টাকা ৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই।
প্রিমিয়ার ব্যাংক : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩৭ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৪ টাকা ৫৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুলাই।
ফিনিক্স ফাইন্যান্স : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪২ টাকা ৫২ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৮ পয়সা। আগের বছর ছিল মাইনাস ১ টাকা ৫৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।
ওয়ান ব্যাংক : কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ আগস্ট ও রেকর্ড ডেট আগামী ২৪ জুন নির্ধারণ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৯ টাকা ০১ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১২ টাকা ৩২ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা ও রেকর্ড ডেট আগামী ১৯ জুন নির্ধারণ করা হয়েছে।
এনআরবিসি ব্যাংক : সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা।
আগামী ২১ আগস্ট হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।
এসবিএসি ব্যাংক : সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৬৬ পয়সা।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ১১ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৫১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সায়।
আগামী ১৯ আগস্ট সকাল ১১ হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
সাউথইস্ট ব্যাংক : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৬০ পয়সা (রিস্টেটেড)।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১৩ টাকা ৩৮ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১ ডিজিটাল পদ্ধতিতে ও রেকর্ড ডেট আগামী ২০ জুন নির্ধারণ করা হয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি : সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা।
আগামী ১৪ আগস্ট হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।
আইএফআইসি ব্যাংক : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৫৬ পয়সা ।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৩ টাকা ৩৬ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৬ পয়সা।
আগামী ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।
Posted ৩:০২ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.