শনিবার ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের স্বাভাবিক উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | 151 বার পঠিত | প্রিন্ট

সূচকের স্বাভাবিক উত্থানে বেড়েছে লেনদেন

আজ সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের স্বাভাকি ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উপরের দিকে থাকে। পরবর্তীতে সূচক কমলেও তা ছিল স্বাভাবিক মাত্রা। আজ ডিএসইর প্রধান সূচক বেড়ে সাড়ে তিন বছর পর ৬ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৭.৩৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৪.৯০ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৬.২৬ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৯.৩৬ পয়েন্ট।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭১টি, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন ডিএসইতে মোট ৬৭ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৭৯৭টি শেয়ার ২ লাখ ৮০ হাজার ৩২৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৮৫৮ টাকা ৫০ পয়সা।

আজ বাজার মূলধন ছিল ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ ১৪ হাজার ২১৮ টাকা ১২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮.৫৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির দর বেড়েছে, কমেছে ৭৫টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]