শনিবার ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | 64 বার পঠিত | প্রিন্ট

সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সতর্কবার্তা

গত ডিসেম্বরে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে শেয়ারবাজারের সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারা হলেন- মো. আব্দুল মান্নান, আব্দুস সামাদ, রেদওয়ান আহমেদ, অনির্বাণ দাস গুপ্ত, শাহানারা সুলতানা, ফাতেমা সোহেল ও মো. সোহেল। ভবিষ্যতে এসব হাউজকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে,

এছাড়া দুটি কোম্পানি ও একটি ব্রোকারেজ হাউজকে সতর্ক করা হয়েছে। সেগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

বিএসইসির তথ্য অনুযায়ী, গত বছরের ১০ জানুয়ারি মো. আব্দুল মান্নান, আব্দুস সামাদ ও রেদওয়ান আহমেদকে আইন লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল। শুনানির তারিখ ছিল গত ১০ এপ্রিল।

অনির্বাণ দাস গুপ্তকে আইন লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল গত বছরের ৫ জানুয়ারি। শুনানির তারিখ ছিল ২২ জানুয়ারি।

আইন লঙ্ঘনের কারণে শাহানারা সুলতানা, ফাতেমা সোহেল, মো. সোহেল ও বিকন ফার্মাসিউটিক্যালসকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। শুনানির তারিখ ছিল ৮ অক্টোবর।

আনোয়ার গ্যালভানাইজিংও গত ১৮ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিস পেয়েছিল। এর শুনানির তারিখ ছিল ২৯ অক্টোবর। এছাড়া ইউসিবি স্টক ব্রোকারেজ গত ৭ সেপ্টেম্বর আইন লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর নোটিস পেয়েছিল। শুনানির তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]