বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহশেষে সূচকের সামান্য উত্থানে লেনদেন কমেছে

  |   বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | 434 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহশেষে সূচকের সামান্য উত্থানে লেনদেন কমেছে

শেয়ারবাজার২৪ ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসের শেয়ারের বাজারের চিত্র খুব একটা সন্তোষজনক ছিলনা। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। এক সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়ায় প্রথম মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। প্রথম এক ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। এতে বেলা ১১টা ৩ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ৪৩ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। যে কারণে দিনশেষে খুব একটা সন্তোষজনক চিত্রে লেনদেন হয়নি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫২ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে কঠোর বিধিনিষেধের পাঁচ কার্যদিবসে ডিএসই প্রধান সূচক বাড়ল ১৬৩ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক। এই সূচকটি আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইর শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্য সূচক বাড়লেও দিনের লেনদেন শেষে বেশিরভাগ প্রতিষ্ঠান পতনের তালিকায় নাম লিখিয়েছে। ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৩৭টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসেবে লেনেদেন কমেছে ২৬২ কোটি ৫২ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২১৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড ৫০ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, ফরচুন সুজ, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, পাওয়ার গ্রিড এবং বিবিএস কেবলস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৪০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯১টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com