রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগ ঝুঁকিতে ১৩৪ কোম্পানি: সক্রিয় কারসাজিচক্র

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ | 2169 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগ ঝুঁকিতে ১৩৪ কোম্পানি: সক্রিয় কারসাজিচক্র

পিই রেশিও বিবেচনায় বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩৪ কোম্পানি। বিনিয়োগ ঝুঁকিতে থাকার কারণে কোম্পানিগুলোর শেয়ারের বিপরীতে মার্জিণ ঋণ সুবিধা দেয়া হচ্ছেনা। সাধারণত ৪০ পয়েন্টের নিচে পিই রেশিও স্বাভাবিক ধরা হয়ে থাকে। কিন্ত ৪০ পয়েন্টের উপরের পিই রেশিও থাকলেই সেটা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিনিয়োগের ক্ষেত্রে পিই রেশিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোম্পানির পিই রেশিও যত কম সেটা বিনিয়োগের জন্য তত উপযোগী। কিন্ত পিই রেশিও নেগেটিভ থাকাটা বেশি ঝুঁকিপূর্ণ। কারণ কোম্পানিটি যখন আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইপিএস লোকসান দেখায় তখন তার পিই রেশিও থাকেনা।

বাজার সংশ্লিষ্টদের মতে, এসব কোম্পানির শেয়ার নিয়ে সব সময় সক্রিয় থাকে একটি চক্র। তারা নিজেদের ফায়দা হাসিলের জন্য এইসব কোম্পানি নিয়ে কারসাজি করে থাকে। নিজেদের মধ্যে এইসব শেয়ার কেনা-বেচা করে গুজব ছড়িরে কোম্পানিগুলোর দর অনেক বেশি বাড়িয়ে ফেলে। যে কারণে এর দর অতি মূল্যায়িত হওয়ার কারণে পিই রেশিও অনেক বেশি বেড়ে গিয়ে ঝুকিপূর্ণ অবস্থানে উঠে যায়। তাই নিজেদের পুঁজি রক্ষার্থে এসব শেয়ারে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

ডিএসই সূত্রে জানা যায়, লোকসানের কারণে পিই রেশিও নিগেটিভ রয়েছে ৬৭ কোম্পানির। অর্থাৎ এই ৬৭ কোম্পানি বিনিয়োগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন জুট, ন্যাশনাল টি, ন্যাশনাল টিউবস, নূরানী ডায়িং, অলিম্পিক এক্সেসরিস, ওইমেক্স, পিপলস লিজিং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, রহিমা ফুড, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, আরএন স্পিনিং
আরএসআরএম স্টিল, সমতা লেদার, সাভার রিফ্র্যাক্টরিজ, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড সিরামিক, স্টাইল ক্র্যাফট লিমিটেড, তাল্লু স্পিনিং, তুং হাই নিটিং, ইউনিয়ন ক্যাপিটাল, উসমানিয়া গ্লাস, ওয়েস্টার্ন মেরিন, জাহিন স্পিনিং, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিলবাংলা সুগার।

এদিকে, ঝুকিপূর্ণ পিই রেশিও রয়েছে- লিগ্যাসি ফুটওয়্যারে ৭৮২.৫ পয়েন্ট, বঙ্গজের ৬৭২ পয়েন্ট, এমবি ফার্মার ৫৩১.৯৯ পয়েন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪৯৭.১৬ পয়েন্ট, আরগন ডেনিমসের ৩৮৮.১৩ পয়েন্ট, আলহাজ টেক্সটাইলের ৩৬৪.৭৫ পয়েন্ট, এপেক্স ট্যানারির ৩৬২.১৪ পয়েন্ট, বিচ হ্যাচারির ৩২৯.২৫ পয়েন্ট, ইমিরাল্ড অয়েলের ৩১৩.৩৩ পয়েন্ট, রবি আজিয়েটার ৩০০ পয়েন্ট, কে অ্যান্ড কিউয়ের ২৯০.৪৩ পয়েন্ট, মুন্নু এগ্রোর ২৫০.৭৪ পয়েন্ট, বিডি অটোকারসের ২৩৯.৮৩ পয়েন্ট, মুন্নু ফেব্রিক্সের ১৯৫.৭৫ পয়েন্ট, সোনারগাঁ টেক্সটাইলের ১৮৮.১৩ পয়েন্ট, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো লিমিটেডের ১৭৮.১৩ পয়েন্ট, সাফকো স্পিনিংয়ের ১৬৯.৬২ পয়েন্ট, জেনারেশন নেক্সটের ১৬৫ পয়েন্ট, ফু-ওয়াং ফুডের ১৬৩.৬৪ পয়েন্ট, নাভানা সিএনজির ১৫৪.৮২ পয়েন্ট, অরিয়ন ইনফিউশনের ১৫১.৪২ পয়েন্ট, কাসেম ইন্ডাস্ট্রিজের ১৪০.২৩ পয়েন্ট, দেশ গার্মেন্টসের ১৩৯.৩৫ পয়েন্ট, আইসিবি ইসলামিক ব্যাংকের ১৩৫ পয়েন্ট, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১২৪.৭৭ পয়েন্ট, অলটেক্সের ১২৪.৫ পয়েন্ট, ইনটেক অনলাইনের ১২৩.৯৫ পয়েন্ট, শাইনপুকুর সিরামিকসের ১২১.১১ পয়েন্ট, সোনালি আঁশের ১১৫.৩৫ পয়েন্ট, রহিম টেক্সটাইলের ১০১.৪৭ পয়েন্ট, প্রিমিয়ার সিমেন্টের ৯৯.৯৩ পয়েন্ট, ইয়াকিন পলিমারের ৯৯.৭১ পয়েন্ট, ইনফরমেশন সার্ভিসেসের ৯৬.১ পয়েন্ট, ডেফোডিল কম্পিউটারের ৯৩.৫৪ পয়েন্ট, মুন্নু সিরামিকের ৭৪.৯৩ পয়েন্ট, এপেক্স ফুডের ৭২.৫১ পয়েন্ট, একটিভ ফাইন কেমিক্যালের ৬৪.৬৯ পয়েন্ট, প্রাইম টেক্সটাইলের ৬৪.৩৮ পয়েন্ট, ক্রাউন্ট সিমেন্টের ৬১.৩২ পয়েন্ট, জেএমআই সিরিঞ্জের ৬০.১ পয়েন্ট, ফু-ওয়াং সিরামিকের ৬০ পয়েন্ট, পেপার প্রসেসিংয়ের ৫৮.৬৬ পয়েন্ট, বিকন ফার্মার ৫৪.১৩ পয়েন্ট, ওয়াটা কেমিক্যালসের ৫২.৯৪ পয়েন্ট, জেমিনি সি ফুডের ৫২.৫ পয়েন্ট, ইউনাইটেড ফাইন্যান্সের ৫২.০৬ পয়েন্ট, ডেসকোর ৫০.৩৬ পয়েন্ট, মুন্ন ুস্পুলের ৪৯.৮৩ পয়েন্ট, ইউনিলিভারের ৪৯.৮১ পয়েন্ট, এএফসি এগ্রো বায়োটেকের ৪৮.৮৫ পয়েন্ট, শমরিতা হাসপাতালের ৪৮.৩৭ পয়েন্ট, রেকিট বেনকিজারের ৪৮.২৭ পয়েন্ট, বিডি থাই ফুডের ৪৭.৪২ পয়েন্ট, হামিদ ফেব্রিক্সের ৪৭.৩৭ পয়েন্ট, রূপালী ব্যাংকের ৪৬.৭২ পয়েন্ট, রংপুর ফাউন্ড্রির ৪৬.৫৪ পয়েন্ট, এস আলম স্টিল মিলের ৪৫.৪৮ পয়েন্ট, আরামিটের ৪৫.২৯ পয়েন্ট, ফার্মা এইডের ৪৪.৪৮ পয়েন্ট, বেঙ্গল থার্মো প্লাস্টিকের ৪৪.১৫ পয়েন্ট, এপেক্স স্পিনিংয়ের ৪৩.৮২ পয়েন্ট, দেশ বন্ধু পলিমারের ৪৩.৩৩ পয়েন্ট, এইচআর টেক্সটাইলের ৪২.৩১ পয়েন্ট, সিনোবাংলার ৪২.২৯ পয়েন্ট, তাকাফুল ইন্স্যুরেন্সের ৪১.৫৭ পয়েন্ট, সি পার্ল হোটেলের ৪১.২১ পয়েন্ট এবং এমএল ডায়িং ৪০.৪৩ পয়েন্ট।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box
বিষয় :

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]