রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্যিক ব্যাংকের এমডিদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জুলাই ২০২১ | 172 বার পঠিত | প্রিন্ট

বাণিজ্যিক ব্যাংকের এমডিদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশ ভ্রমণে যেতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকে নতুন করে বেশ কিছু তথ্য দাখিল করতে হে ।

সোমবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে।

নির্দেশনা মতে, ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণের আগে ব্যাংকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, যাতায়াত সময়সহ নয়টি তথ্য দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘এই সার্কুলারের সঙ্গে সংযুক্ত ‘পরিশিষ্ট-ক’ পরিমার্জন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এখন থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্ৰমণের অনুমোদন গ্রহণের নিমিত্তে ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকে প্রেরিত আবেদনপত্রের সঙ্গে পরিমার্জিত ‘পরিশিষ্ট-ক’ অনুযায়ী তথ্যাবলি দাখিল করতে হবে। তবে বিআরপিডি সার্কুলার নম্বর-০৬/২০২০ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্যাবলী যেমন- ব্যাংক-কোম্পানির নাম, প্রধান নির্বাহী কর্মকর্তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, ভ্ৰমণের প্রস্তাবিত সময় (যাতায়াত সময়সহ), পর্ষদে অনুমোদনের তারিখ, দেশের বাইরে অবস্থানকালীন ঠিকানা ও (একাধিক দেশ হলে প্রত্যেক দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ) সর্বশেষ কখন, কতদিনের জন্য এবং কী উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করা হয়েছে তা উল্লেখ করতে হবে।’

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]