বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ফারইস্ট লাইফের সাবেক সিইও হেমায়েত উল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | 131 বার পঠিত | প্রিন্ট

ফারইস্ট লাইফের সাবেক সিইও হেমায়েত উল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ডিবির তথ্যমতে, ফারইস্ট ইসলামী লাইফে দায়িত্ব পালনকালীন হেমায়েত উল্লাহ কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং সাবেক পরিচালক এম এ খালেকের সঙ্গে সাংঠনিকভাবে যোগসাজশ করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এবং এতে হেমায়েত উল্লাহসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়। বর্তমানে মামলাটি ডিএমপির ডিবি তদন্ত করছে এবং ওই মামলার ভিত্তিতেই সাম্প্রতিক গ্রেপ্তারটি করা হয়েছে।

গ্রেপ্তারের পর ১৯ নভেম্বর হেমায়েত উল্লাহকে সিএমএম আদালতে উপস্থাপন করা হলে আদালত তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিবি জানায়, তিনি এর আগে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে অভিযোগ স্বীকার করেছিলেন।

ডিবি আরও জানায়, ৮১৬ কোটি টাকার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। একই মামলায় ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে পরিচালিত বিশেষ নিরীক্ষায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোম্পানি থেকে ২,৩৬৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, পাশাপাশি ৪৩২ কোটি টাকা অনিয়মের প্রমাণও পাওয়া যায়। নিরীক্ষায় বলা হয়, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক, সাবেক সিইও হেমায়েত উল্লাহসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাতে সম্পৃক্ত।

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com