বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইপিওতে অযোগ্য চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | 638 বার পঠিত | প্রিন্ট

আইপিওতে অযোগ্য চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করতে আবেদন করেছিল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে কোম্পানির লোকসান। ধারাবাহিক লোকসানে থাকায় কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি টানা ৪ বছর লোকসানে থাকার পাশাপাশি শেয়ারপ্রতি সম্পদ মূল্যও ১০ টাকার নিচে অবস্থান করছে। এর মধ্যে কোম্পানিটির ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৯ টাকা, পরের বছর লোকসান হয়েছে ০.৩৫ টাকা। ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৮ টাকা এবং পরের বছর অর্থাৎ ২০১৯ সালে লোকসান দাঁড়িয়েছে ০.২০ টাকা। ধারাবাহিক লোকসানের কারণে কোম্পানিটি পাবলিক ইস্যু রুল ২০১৫ এর ৩ ধারার (২)(কে) অনুযায়ী আইপিওতে আসার যোগ্যতা হারিয়েছে। ফলে কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি।

উল্লেখ্য, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com