শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজার থেকে সোয়া ৩ হাজার কোটি টাকা গায়েব

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | 154 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার থেকে সোয়া ৩ হাজার কোটি টাকা গায়েব

বিদায়ী সপ্তাহে (১২-১৬ জানুয়ারি’২৫) দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন হয়েছে। এর ফলে শেয়ারবাজার থেকে সোয়া ৩ হাজার কোটি টাকার গায়েব হয়ে গেছে। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইর সবগুলো সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন মূলধন কমেছে৩ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা বা ০.৫১ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছেছ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৫১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৩.৯২ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৪.২৭ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১.৩ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০.৬৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৩৯.৫ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪.১৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১০৯টি, কমেছে ২৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১ কোটি ৯৪ লাখ ৮০ হাজার শেয়ার ৬ লাখ ৫০ হাজার ১৪৩বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৭ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা বা ৯.০৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা বা ০.৫১ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৮.০০ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৫১.৯১ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৬৮.৭৭ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৮.৩৩ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৩.৪৭ পয়েন্ট বা ১.২১ শতাংশ কমে এবং সিএসআই সূচক ১.৫৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৯৬.৩৬ পয়েন্টে এবং ৯৩৪.৫৯ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১৫৭.৬৪ পয়েন্ট বা ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৯.৫০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৮টি, কমেছে ১৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৫৪ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৩৫ লাখ ৭১ হাজার ৪৩৪ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৬১৯ টাকা বা ১০৭.৫৬ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com