বুধবার ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | 433 বার পঠিত | প্রিন্ট

প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণ করবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এ জন্য কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রণোদনা প্যাকেজের আওতায় লংকাবাংলা ফাইন্যান্স থেকে উদ্যোক্তাগণ ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ঋণ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান খান এবং নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান হানিয়াম মারিয়া চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:২২ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন মিয়া উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]