
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ জুন ২০২৫ | 125 বার পঠিত | প্রিন্ট
ঈদুল আজহার পর দেশের শেয়ারবাজারে ফিরতে শুরু করেছে ইতিবাচক ধারা। টানা দুই কার্যদিবস সূচক উর্ধ্বমুখী থাকার মাধ্যমে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ার ইঙ্গিত মিলছে। ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের যে ঊর্ধ্বগতি শুরু হয়েছিল, চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেও (রোববার ও সোমবার) সেই ধারা অব্যাহত রয়েছে।
সোমবার (সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয় এবং পুরো দিনজুড়েই এই ধারা বজায় থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেন বেড়েছে, যা বাজারের জন্য একটি ইতিবাচক বার্তা।
বাজার বিশ্লেষকদের মতে, বড় কোনো নেতিবাচক খবর না থাকায় বিনিয়োগকারীরা ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন। বিশেষ করে ব্যাংক, ইন্স্যুরেন্স ও ফার্মাসিউটিক্যালস খাতের কিছু শেয়ারে বিনিয়োগ বাড়ায় সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়, যা দিনশেষেও বজায় ছিল। তবে সূচকের উত্থান সত্ত্বেও টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে এখনো কিছুটা সতর্ক মনোভাবের ইঙ্গিত দেয়।
বিশ্লেষকদের মতে, সিএসইতে কম লেনদেনের পেছনে একাধিক কারণ থাকতে পারে—প্রযুক্তিগত সমস্যা, স্বল্পসংখ্যক সক্রিয় ট্রেডার অথবা নির্দিষ্ট কিছু শেয়ারের প্রতি আগ্রহ কমে যাওয়া।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৬ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৩.৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৫.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৭.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩১৫টির দর বেড়েছে, ৩৬টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৩ কোটি ২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬০.৯৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৫.৪৪ পয়েন্ট বেড়েছিল।
Posted ৫:২২ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.