নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 133 বার পঠিত | প্রিন্ট
মাত্র ১৬ কার্যদিবসে শেয়ারদর ১ হাজার ২৪৬ টাকা বা প্রায় ৯৩ শতাংশ বেড়ে যাওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি’র (ইএলবিপিএলসি) শেয়ার লেনদেন নিয়ে কারসাজির সন্দেহ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ লক্ষ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও)কে প্রয়োজনীয় তদন্তের উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স অফিসার ও সিইওদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। গত রোববার বিএসইসির সার্ভেল্যান্স বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দর ছিল ১ হাজার ৩৩৭ টাকা ৬০ পয়সা। ১৫ এপ্রিল এটি বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫৮৪ টাকা ৫০ পয়সায়। এরপর রোববার শেয়ারটির দর কমে দাঁড়ায় ২ হাজার ২৯০ টাকা ৭০ পয়সায় এবং সোমবার ক্লোজ হয় ২ হাজার ১৯৫ টাকায়।
শুধু মূল্যবৃদ্ধি নয়, শেয়ার লেনদেনের পরিমাণেও বড় ধরনের পরিবর্তন এসেছে। ২৭ ফেব্রুয়ারি যেখানে মাত্র ৩ হাজার ৪২টি শেয়ার লেনদেন হয়েছিল, ২৪ মার্চ তা বেড়ে দাঁড়ায় ৫৩ হাজার ৪৩৮টিতে।
শেয়ারের এমন অস্বাভাবিক পরিবর্তন নিয়ে সন্দেহ দেখা দিলে ডিএসই ২৪ মার্চ কোম্পানির কাছে ব্যাখ্যা চায়। উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) নেই। তবে বিএসইসি কোম্পানির এ ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি এবং তদন্তের সিদ্ধান্ত নেয়।
বিএসইসির এক কর্মকর্তা বলেন, “কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি হচ্ছে বলে মনে হচ্ছে। বিনিয়োগকারীদের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, শেয়ারমূল্য ও লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ এবং আচরণবিধির বিধি ৬ ও ৮ অনুসারে তদন্তের আওতায় আসবে।
উল্লেখ্য, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, যেখানে সরকারের মালিকানা রয়েছে ৫১ শতাংশ।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.