শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | 360 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ধারাবাহিক পতন কাটিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৯৫.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩০.৮৭ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৮.৭৮ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৬৭.৩৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৮ কোটি ৯২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৮৭ লাখ টাকার।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৩৮টির বা ৬৩.৯৮ শতাংশ, কমেছে ৮৯টির বা ২৩.৯২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি বা ১২.১০ শতাংশ প্রতিষ্ঠানের

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৯.২৮ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৭৭.২৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। আজ সিএসইতে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com