নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ অক্টোবর ২০২১ | 367 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (১৭ অক্টোবর) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ১৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- আল-আরাফা ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, শাহজীবাজার পাওয়ার, ফিনিক্স ফাইন্যান্স, এডভ্যান্ট ফার্মা, আলিফ ম্যানুফ্যাকচার, বে-লিজিং, বিবিএস ক্যাবল, বেঙ্গল উইন্ডসোর, বাজার্র পেইন্ট, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল, ডার্চ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম বাংলাদেশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সিলভা ফার্মাসিটিক্যাল, সোনালী পেপার লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৪৩ লাখ ১৪ হাজার ১৮৭ টাকার শেয়ার ৩৫ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ১৯ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আল-আরাফা ইসলামী ব্যাংকের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ফরচুন সুজের ৪ কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ শাহজীবাজার পাওয়ারের ৩ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ ফিনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৬৭ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডভ্যান্ট ফার্মার ৬ লাখ ৯৪ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারের ৮৬ লাখ ১৪ হাজার টাকার, বে-লিজিংয়ের ২৫ লাখ ৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ১৯ লাখ ৭৫ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ৬ লাখ ৫২ হাজার টাকার, বাজার্র পেইন্টের ৩৫ লাখ ৯০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৭ লাখ ৬৭ হাজার টাকার, ডার্চ বাংলা ব্যাংকের ১০ লাখ ৫২ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৬ লাখ টাকার, লাফার্জ হোলসিম বাংলাদেশের ১৪ লাখ ১৪ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৫ হাজার টাকার, স্যালভো কেমিক্যালের ৬০ লাখ ১২ হাজার টাকার, সিলভা ফার্মাসিটিক্যালের ৬ লাখ ৫২ হাজার টাকার, সোনালী পেপারের ৪৭ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৪:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.