শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পতন দিয়ে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | 313 বার পঠিত | প্রিন্ট

পতন দিয়ে সপ্তাহ শেষ

সপ্তাহের শেষ কার্যদিবসেও (১৪ অক্টোবর) সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা চার কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হয়েছে। আজ শেয়ারবাজারের সব প্রধান প্রধান সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। ডিএসইতে আজ লেনদেন দুই মাস ১৬ দিন বা ৫১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ২৮ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৬০ কোটি টাকার।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৪৩.২৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৬৭.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ৭১৯.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪ টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এদিন ডিএসইতে ৩১ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ১৯২টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৪৬৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার ৯৭৫ টাকা ৯০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার ৩৯ টাকা ৬৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১১৭.৫৬ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে এদিন এক কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৮৪৭টি শেয়ার ১৭৮ হাজার ৫১৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৬ কোটি ২২ লাখ ১৪ হাজার ৫৪০ টাকা ৪০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ৮৪ হাজার ৯৪০ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৬৭০ টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com