বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পতনের ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | 373 বার পঠিত | প্রিন্ট

পতনের ধারায় শেয়ারবাজার

আগের কার্যদিবের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও (১২ অক্টোবর) সূচকের পতনের ধারা অব্যহত রয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩১৩.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭.৪০ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৫.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৭৪৯.৮৮ পয়েন্টে এবং এক হাজার ৫৯১.০৪ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩ টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইতে এদিন ৪৩ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৭৯টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ৮২২বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকা। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ২৩ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ২৮১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৬১৫ টাকা ২৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৬০.৮৪ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩০১টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে ২ কোটি ১ লাখ ৭৩ হাজার ৮৩১টি শেয়ার ২১ হাজার ১৮৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৩ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৪৬ টাকা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৪০ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৬৭০ টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com