শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ অক্টোবর ২০২১ | 365 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৯৬.৫৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭৬৫.৭৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৯৬১ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৩৫ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির বা ৬৩.৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৪টির বা ৩২.৯৮ শতাংশের এবং ১২টির বা ৩.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৪৬.৬১ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯১টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ২১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:২৪ অপরাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com