নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | 403 বার পঠিত | প্রিন্ট
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন২১)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। আজ বুধবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গতবছর একই সময় যার পরিমাণ ছিল ১৬ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫২ পয়সা। ৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ৬৪ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৯:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.