নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ | 354 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির ৩২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, মেট্রো স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্ট, আমরা নেটওয়ার্ক, এসিআই ফরমূলা, আফতাব অটো, আলহাজ্ব টেক্সটাইল, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাসোসিয়েশন অক্সিজেন, বারাকা পাওয়ার, বিডি ফাইন্যান্স, বিকন ফার্মা, িিসটি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ইবিএল ফস্ট মিউচ্যুয়াল ফান্ড, ইজেনারেশন, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং,জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, গামীণ ফোন, জিকিউ বলপেন,হাইডেলবাগ্র সিমেন্ট, ইন্দু বাংলা ফার্মাসিটিক্যাল, আইসিবি, আইএফসি ব্যাংক, আইপিডিসি, যমুনা ব্যংক, কে এন্ড কিউ, কেডিএস এক্সেসারিজ, খুলনা পাওয়ার কোম্পানি, কাট্টালি টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ম্যারকেন্টাইল ইন্সুরেন্স, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিমা ফুড, সায়হাম টেক্সটাইল, সাউথবাংলা ব্যাংক, সুহৃদ টেক্সটাইল, সাহজিবাজার পাওয়ার এবং এসএস স্টিল লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৬১ লাখ ৯৮ হাজার ৪০০টি শেয়ার ৮৯ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৩২ কোটি ১০ লাখ ৮৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ মেট্রো স্পিনিংয়ের ৪ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ বার্জার পেইন্টের ৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কের ১১ লাখ টাকার, এসিআই ফরমূলার ৬ লাখ টাকার, আফতাব অটোর ১৫ লাখ ৬২ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ২০ লাখ ৫৪ হাজার টাকার, আমান ফিডের ৬ লাখ ৪৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ৬২ হাজার টাকার, অ্যাসোসিয়েশন অক্সিজেনের ৩৫ লাখ ৪৯ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১০ লাখ ৯৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২৬ লাখ ৮৪ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ২৫ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ২৪ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৩ লাখ ৩৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১০ লাখ ১১ হাজার টাকার, ইবিএল ফস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৭৮ হাজার টাকার, ইজেনারেশনের ৩৩ লাখ ৮৭ হাজার টাকার, ফার ইস্ট নিটিং এন্ড ডাইংয়ের ৫ লাখ ৭৮ হাজার টাকার,জিবিবি পাওয়ারের ৪৪ লাখ ৩৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ২৫ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ৮ লাখ ১০ হাজার টাকার, গামীণ ফোনের ১৮ লাখ ৯৫ হাজার টাকার, জিকিউ বলপেনের ৫ লাখ ৭৫ হাজার টাকার, হাইডেলবাগ্র সিমেন্টের ৪৪ লাখ ৮৫ হাজার টাকার, ইন্দু বাংলা ফার্মাসিটিক্যালের ৫ লাখ ৫৫ হাজার টাকার, আইসিবির ৩০ লাখ টাকার, আইএফসি ব্যাংকের ২৫ লাখ ৫০ হাজার টাকার, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫ লাখ ৫৭ হাজার টাকার, আইপিডিসির ৫৯ লাখ ৭৮ হাজার টাকার, যমুনা ব্যংকের ৫ লাখ ২ হাজার টাকার, কে এন্ড কিউের ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার, কেডিএস এক্সাসারিজের ১১ লাখ ৬০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১৩ লাখ ১৭ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১৭ লাখ ৩০ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৮ লাখ ৪ হাজার টাকার, ম্যারকেন্টাইল ইন্সুরেন্সের ১ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ১৭ লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৪ লাখ ৬৮ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৫ লাখ ২০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৭ লাখ ৬৪ হাজার টাকার, রহিমা ফুডের ৩৯ লাখ ২৪ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১৮ লাখ ৯০ হাজার টাকার, সাউথবাংলা ব্যাংকের ২২ লাখ ৯৭ হাজার টাকার, সুহৃদ টেক্সটাইলের ৭ লাখ ৫৯ হাজার টাকার, সাহজিবাজার পাওয়ারের ২০ লাখ টাকার এবং এসএস স্টিলের ৩ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
Posted ৪:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.