নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ | 346 বার পঠিত | প্রিন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদদিবস মঙ্গলবার (১৭ আগস্ট) ডিএসইতে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। তবে এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন বেড়েছেছ। এদিন ব্যাংক বীমার সাথে পাল্লা দিয়ে অন্য খাতের দর না বাড়ায় লেনদেনে গত ছিলনা। ব্যাংক বীমার পাশাপাশি অন্য খাতের দর বাড়লেও আজকেও দুই ক্ষেত্রে মাইল ফলকে অবস্থান করতে পারতো বাজার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকালের মত আজও দিনের শুরুতে সূচকের কিছুটা অস্বাভাবিক আচড়ণ করতে দেখা গেছে, যা দুপুর পৌনে ১টা পর্যন্ত অব্যহত ছিল। এরপর পুরোপুরি স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮.২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৮৭.১৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৫.৪৪ পয়েন্ট কমে ২ হাজার ৪২২.১৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৯.০৩ পয়েন্টে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯২টি, কমেছে ১৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।
আজ ডিএসইতে মোট ৯৮ কোটি ৭১ লাখ ১০ হাজার ৮০৮টি শেয়ার ৩ লাখ ৫৩ হাজার ৪৬২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ২৬১ টাকা ৩০ পয়সা। যা গত কার্যদিবসের তুলনায় ২৮০ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৬৬৭ টাকা ৯০ পয়সা কম।
আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ২৩৫ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৮৯ টাকা ৭৩ পয়সা। যা আগের কার্যদিবসের তুলনায় ২ হাজার ১৮৩ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৫২৪ টাকা ২৪ পয়সা বেশি।
আজ ডিএসইতের ‘এ’ ক্যাটাগরির ৫৭.৭২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘এ’ ক্যাটাগরির ২৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।
আজ ডিএসইতের ‘বি’ ক্যাটাগরির ২৮.৮১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘বি’ ক্যাটাগরির ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।
আজ ডিএসইতের ‘এন’ ক্যাটাগরির ৫০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘এন’ ক্যাটাগরির ১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টির এবং কমেছে ৬টির।
আজ ডিএসইতের ‘জেড’ ক্যাটাগরির ৩৮.৭০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘জেড’ ক্যাটাগরির ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২টির এবং কমেছে ১৯টির।
আজ ডিএসইতের মিউচ্যুয়াল ফান্ডে ৯৭.২২ শতাংশ ফান্ডের দর বেড়েছে। এদিন মিচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১১৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৭টির ও ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.