নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | 612 বার পঠিত | প্রিন্ট
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১৬ ও ১৭ আগস্ট স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ আগস্ট এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এ কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানিটির প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য অন্তর্র্বতীকালিন ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা ২০ পয়সা করে পাবেন
আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.