নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | 397 বার পঠিত | প্রিন্ট
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে। এদিন ডিএসই’র ইতিহাসে সর্বোচ্চ সীমায় অবস্থান করছে সূচক। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। লেনদেনের পুরোটা সময়ই সূচকের স্বাভাবিক ওঠানামা করতে দেখা গেছে। যে কারণে দিনশেষে অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং বাজার মূলধন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬.০৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ২৯.৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৭.৫৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯.০৩ পয়েন্টে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৯টি, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
আজ ডিএসইতে মোট ৮৯ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৬৩৩টি শেয়ার ৩ লাখ ৪৩ হাজার ৬৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৬৬১ কোটি ১৭ লাখ ১ হাজার ৩০৭ টাকা ৯০ পয়সা।
এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৫৬৭ টাকা ৭১ পয়সা।
আজও ডিএসইতে টাকার অংকে সব চেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানিটির ২৫৯ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর লেনদেন হওয়া তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১২১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫১ লাখ ১২ হাজার টাকার শেয়ার। তালিকায় রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক, মালেক স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, ওরিয়ন ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস।
আজ ডিএসইতে সবচেয়ে বেশি সমানভাবে দর বেড়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের। এদিন এ ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় এক টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ১২ টাকা ১০ পয়সা। সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৯৭ শতাংশ, শ্যামপুর সুগার ৯.৯১ শতাংশ, সি অ্যান্ড ও টেক্সটাইলের ৯.৮৩ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ৯.৬১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.১১ শতাংশ, নূরানী ডাইংয়ের ৯.০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮.৯৬ এবং আইপিডিসির ৮.৭৫ শতাংশ দর বেড়েছে।
এদিকে, আজ ডিএসই’র সর্বোচ্চ দর কমার ক্ষেত্রে শীর্ষে আইএফআইএল ইসলামী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ডিএসইতে এ ফান্ডের দর ৪০ পয়সা বা ৫.৫৫ শতাংশ কমে সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। দর কমার তালিকার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিং ৪.৬২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ, মুনু স্পুলের ৪.১৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭৮ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৩.৬১ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৫২ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের ৩.৪০ শতাংশ দর কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৭.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৫.৩৯ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ১০৪টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১০:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.