নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | 589 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি (এপ্রিল-জুন’২১) দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে দ্বিগুন।
এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা এক পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৩ পয়সা।
জানুয়ারি থেকে জুন’২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৮ টাকা ৮৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৫৮ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.