নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | 362 বার পঠিত | প্রিন্ট
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত নোটিশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জেমিনি সি ফুডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ৯ আগস্ট একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অস্বাভাবিক হারে দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
এদিকে, বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১২ জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬০ টাকা ৫০ পয়সা, যা ৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৩১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
শেয়ারবাজার২৪
Posted ১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.