নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | 383 বার পঠিত | প্রিন্ট
মাইডাস সেন্টারের দক্ষিণ দিকে অবস্থিত ১১তম ফ্লোরের অর্ধেক স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ফ্লোর স্পেস। হাউজ নং: ৫, রোড নং ১৬, ধানমন্ডি, ঢাকা। এই জায়গায় মাইডাসের ৩টি কার পার্কিং স্থানান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ফ্লোর কিনতে মাইডাস ফাইন্যান্সের ১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৯৯৮ টাকা ব্যয় হবে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২০ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.