নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | 155 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৯ ডিসেম্বর হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান অধ্যাপক ডা. রিয়াজ আহমেদ চৌধুরী। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন ২০২৫ইং সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন, ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালক নির্বাচন ও নিয়োগ এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোম্পানীর ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডাররা।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.