নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ জুলাই ২০২১ | 437 বার পঠিত | প্রিন্ট
৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বে-মেয়াদী (ওপেন-ইন্ড) মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড। মঙ্গলবার (২৭ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এই ঘোষণা দেয়া হয়েছে। ফান্ডটির পরিচালনার দায়িত্বে থাকা ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ টাকা ১০ পয়সা। গত ৩০ জুন এই ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই এই ডিভিডেন্ড পাবেন।
শেয়ারবাজার২৪
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.