শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

জেএমআই হসপিটালের নিরীক্ষা প্রতিবেদনে শর্তযুক্ত মতামত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | 128 বার পঠিত | প্রিন্ট

জেএমআই হসপিটালের নিরীক্ষা প্রতিবেদনে শর্তযুক্ত মতামত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানের ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় নিরীক্ষক একটি কোয়ালিফাইড অপিনিয়ন প্রদান করেছেন। কিছু নির্দিষ্ট আর্থিক হিসাব নিয়ে উদ্বেগ থাকলেও, সামগ্রিক আর্থিক অবস্থার ওপর নিরীক্ষকের মূল মূল্যায়ন অপরিবর্তিত রয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এর হিসাবপত্রই মূলত কোয়ালিফাইড অপিনিয়নের প্রধান কারণ। প্রতিষ্ঠানটি ‘ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস’ অংশে ৮ কোটি ৮২ লাখ ২ হাজার ৭৩৮ টাকা ‘স্টার্ট-আপ কস্ট’ হিসেবে দেখিয়েছে। কিন্তু নিরীক্ষকের ব্যাখ্যা অনুযায়ী, এই খরচ আইএএস ১৬ অনুযায়ী ‘সরাসরি দায়বদ্ধ ব্যয়’-এর মানদণ্ড পূরণ করে না।

এছাড়া, সহযোগী প্রতিষ্ঠানটি আইএফআরএস ১৬ অনুযায়ী কিছু লিজ-সম্পর্কিত রেন্টাল খরচ যথাযথভাবে হিসাবভুক্ত করেনি বলেও নিরীক্ষক মন্তব্য করেন। জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পৃথক নিরীক্ষা প্রতিবেদনে ইতিমধ্যেই এ বিষয়ে কোয়ালিফাইড অপিনিয়ন দেওয়া হয়েছিল। যেহেতু এই অঙ্কটি গ্রুপের সম্মিলিত আর্থিক প্রতিবেদনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, তাই মূল কোম্পানির কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও একই ধরনের শর্তযুক্ত মতামত প্রদান করা হয়েছে।

অন্যদিকে, নিরীক্ষা প্রতিবেদনের ‘অন্যান্য বিষয়াদি’ অংশে কিছু ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। নিরীক্ষক জানান, মূল কোম্পানির জন্য গ্রুপ অডিটর এবং সহযোগী প্রতিষ্ঠানের জন্য কম্পোনেন্ট অডিটর উভয় পক্ষেই পৃথক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন কোড সংগ্রহ করা হয়েছে, যা প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করে।

Facebook Comments Box

Posted ৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com