নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | 157 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৯-২৩ অক্টোবর ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার শীর্ষে অবস্থান করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড (APEXFOOT)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২২ দশমিক ৬৫ শতাংশ কমে আগের ২৫৯ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ২০০ টাকা ৮০ পয়সায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (FIRSTSBANK)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৩ দশমিক ৩৩ শতাংশ হারে কমে ৩ টাকা থেকে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (KBPPWBIL)। কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ২০ শতাংশ হারে কমে আগের ১১৩ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ৯৮ টাকা ৬০ পয়সায়।
চতুর্থ স্থানে রয়েছে মনো অ্যাগ্রো মেশিনারি লিমিটেড (MONNOAGML)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১২ দশমিক ৫২ শতাংশ কমে ৩৩১ টাকা ৪০ পয়সা থেকে নেমে এসেছে ২৮৯ টাকা ৯০ পয়সায়।
পঞ্চম অবস্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড (ZAHEENSPIN)। কোম্পানিটির শেয়ারদর ১২ দশমিক ৫০ শতাংশ হারে কমে আগের ৪ টাকা ৮০ পয়সা থেকে নেমে এসেছে ৪ টাকা ২০ পয়সায়।
ষষ্ঠ স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড (PDL)। কোম্পানিটির শেয়ারদরও এক সপ্তাহে ১২ দশমিক ৫০ শতাংশ হারে কমে ৫ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ৪ টাকা ৯০ পয়সায়।
সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (BNICL)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১১ দশমিক ৯৩ শতাংশ হারে কমে ৫০ টাকা ৩০ পয়সা থেকে নেমে এসেছে ৪৪ টাকা ৩০ পয়সায়।
অষ্টম স্থানে রয়েছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড (FAMILYTEX)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১১ দশমিক ৭৬ শতাংশ হারে কমে ১ টাকা ৭০ পয়সা থেকে নেমে এসেছে ১ টাকা ৫০ পয়সায়।
নবম অবস্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (PIONEERINS)। কোম্পানিটির শেয়ারদর ১০ দশমিক ৫৬ শতাংশ হারে কমে ৫৬ টাকা ৮০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৫০ টাকা ৮০ পয়সায়।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি (SIPLC)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১০ দশমিক ৩২ শতাংশ কমে ৬২ টাকা থেকে নেমে এসেছে ৫৫ টাকা ৬০ পয়সায়।
Posted ৩:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.