নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | 220 বার পঠিত | প্রিন্ট
ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় অডিটেড আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ৬১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯৯ পয়সা, যা আগের বছর ছিল ৮৩ টাকা ৬২ পয়সা। একই সময়ে প্রতি শেয়ারের আয় (EPS) বেড়ে হয়েছে ৮ টাকা ২৭ পয়সা, যেখানে গত অর্থবছরে ছিল ৬ টাকা ৪ পয়সা। এছাড়া, প্রতি শেয়ারের কার্যকর নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সা, যা আগের বছর ছিল ঋণাত্মক ১০ টাকা ৪২ পয়সা।
এজিএমের তারিখ ও রেকর্ড ডেট
কোম্পানির ৬১তম এজিএম আগামী ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য ৫ অক্টোবর ২০২৫ তারিখকে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এই তারিখে যেসব শেয়ারহোল্ডারের নাম সিডিবিএলের ডিপোজিটরি রেজিস্টারে থাকবে, তারাই এজিএমে অংশগ্রহণ এবং ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।
শেয়ারহোল্ডারদের জন্য নির্দেশনা
শেয়ারহোল্ডারদেরকে তাদের ১২ সংখ্যার ই-টিআইএন (e-TIN) এবং ঠিকানা হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপেন্টের (DP) মাধ্যমে রেকর্ড ডেটের পূর্বেই আপডেট করতে হবে।
যেসব শেয়ারহোল্ডারের ই-টিআইএন থাকবে না, তাদের ক্ষেত্রে লভ্যাংশ প্রদানের সময় উৎসে কর ১৫ শতাংশ হারে কাটা হবে, যেখানে ই-টিআইএনধারীদের ক্ষেত্রে উৎসে কর কাটা হবে ১০ শতাংশ হারে।
বার্ষিক প্রতিবেদন ও প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (PSI) কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে:
Posted ৮:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.